TravelWorld

মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ভেঙে নিহত ১৭

ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বুধবার (২৩ আগস্ট) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে এ ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন। মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

অন্যদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার কথাও নিশ্চিত করেছেন তিনি।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন, আইজলের কাছে সাইরাংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভার ব্রিজ আজ ধসে পড়েছে; এতে কমপক্ষে ১৭ জন শ্রমিক মারা গেছেন। উদ্ধার কাজ চলছে।

মিজোরামের মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ট্র্যাজেডিতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমি শোকাহত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যারা বেরিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেছেন, রেলওয়ে কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button