National

রাজাকার সাঈদীর মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি

২০২৩ আগস্ট ১৪ ২৩:৫৮:৫৯

স্টাফ রিপোর্টার : একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা কুখ্যাত মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

সোমবার (১৪ আগস্ট) রাত ১০টায় সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুর রহমানের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি এ দাবি জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং পারেরহাটে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়ার মতন মানবতাবিরোধী অপরাধী, স্বাধীনতাবিরোধী কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পাকিস্তানে পাঠানো হোক। কারণ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে, বাংলাদেশের পবিত্র মাটির বিরুদ্ধে দাঁড়িয়ে যে রাজাকার হত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতের মত বর্বর মানবতাবিরোধী অপরাধ করেছে, তার মরদেহের দাফন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যায় না।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় আরও বলেন, কুখ্যাত রাজাকার মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী শুধু স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধেই অবস্থান নেয়নি, স্বাধীনতা পরবর্তী সময় ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষদেরও বিভ্রান্ত করেছে এবং পাকিস্তানী ভাবধারায় রাষ্ট্র পরিচালনায় সমাজের ভেতর থেকেও গভীরভাবে ষড়যন্ত্র করেছে।

উক্ত প্রেসবিজ্ঞপ্তিতে অন্যান্যদের মাঝে স্বাক্ষর করেন সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, নাজমা আক্তার রোজী, ইমরান পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নেওয়াজ ইমন, রফিকুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ইকবাল আহমেদ সহ উপস্থিত আরও ২০জন নেতাকর্মী।

(পিআর/এসপি/আগস্ট ১৪, ২০২৩)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button